দেশের ৮০০ কি প্রকল্পের মধ্যে সেরা ''দুয়ারে সরকার "

  • চন্দ্রকোনা:
  •  
  • বিজেপিনেতারা বলেছিলেন, ব্যর্থতার জন্য
  • গ্লোবাল মডেল হয়ে থাকবে 'দুয়ারে
  • সরকার'। আর মুখ্যমন্ত্রী মমতা
  • বন্দ্যোধ্যায় বলেছিলেন, সারা বিশ্বে
  • মডেল হয়ে থাকবে দুয়ারে
  • সরকার। খুব বেশি দিন হয়নি মমতা
  • বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প।
  • এরই মধ্যে বিশ্বজোড়া খ্যাতি
  • পেয়েছে এই প্রকল্প। দুয়ারে সরকার
  • কর্মসূচি চালু করে
  • বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মন
  • জিতে নিয়েছেন। একথা বলার
  • কোনও অবকাশ নেই, এই কর্মসূচি
  • বিরোধীদের জনসংযোগ থেকে
  • বিচ্ছিন্ন করে দিয়েছে। ইতিমধ্যে
  • বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও
  • দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন।
  • এবার দুয়ারে সরকার প্রকল্পের মুকুটে
  • নতুন পালক। কেন্দ্রীয় সরকারের
  • দেওয়া প্ল্যাটিনাম পুরস্কার পেল
  • বাংলার দুয়ারে সরকার প্রকল্প।
  • শনিবার দিল্লির বিজ্ঞানভবনে
  • রাষ্ট্রপতি দৌপদি মুর্মুর হাত থেকে
  • এই পুরস্কার গ্রহণ করেন রাজ্যের
  • অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
  • দেশের ৮০০টি প্রকল্পের মধ্যে
  • দুয়ারে সরকারকেই সেরা প্রকল্প
  • হিসাবে বেছে নেওয়া হয়। গত
  • ডিসেম্বরেই এই পুরস্কার পাওয়ার
  • কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।
  • ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে
  • শুরু হয় 'দুয়ারে সরকার' প্রকল্প। এই
  • মাধ্যমে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী,
  • খাদ্যসাথী, শিক্ষাশ্রী, তফসিলি জাতি
  • আদিবাসী এবং ওবিসিদের শংসাপত্র
  • প্রদান, কৃষক বন্ধু, তফসিলি বন্ধু
  • পেনশন প্রকল্প, মানবিক প্রকল্প-সহ
  • নানা সরকারি সামাজিক প্রকল্পের
  • পরিষেবা শিবির করে দেওয়া শুরু
  • হয়। খুশির হাওয়া ঘাসফুল
  • শিবিরে। ট্যুইট করে উচ্ছ্বাস প্রকাশ
  • করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল
  • কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে।
  • সেখানে লেখা হয়েছে, 'বাংলা পথ।
  • দেখায়। মুখ্যমন্ত্রী মমতা
  • বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আজ এই এগিয়ে বাংলার পুরস্কার।  পশ্চিমবঙ্গ সরকারের
  • কল্যাণমূলক উদ্যোগ দুয়ারে
  • সরকার' আজ ডিজিটাল ইন্ডিয়া
  • অ্যাওয়ার্ডস ২০২২-এ প্ল্যাটিনাম
  • পুরস্কারে ভূষিত হয়েছে।'
  • প্রসঙ্গত, এই প্রকল্প চালু হওয়ার
  • পর থেকে নানা ধরনের সমালোচনা
  • করছিল বিরোধীরা। পুরস্কার পেয়ে
  • খুশি তৃণমূল নেতারা বলছেন,
  • বাংলার প্রকল্প কেন্দ্রীয় সরকারের
  • সম্মান পেল। এরপরও রাজ্য
  • বিজেপির নেতাদের টনক নড়ছে না।
  • তাঁরা তৃণমূলের সমালোচনা করেই
  • চলেছেন। রাজ্যের পুরস্কার পাওয়া
  • নিয়ে বারাসতে বিজেপি নেতা দিলীপ
  • ঘোষ বলেন, এই প্রকল্পের মাধ্যমে
  • কতটা সুবিধা পাওয়া গিয়েছে, তা
  • মানুষই বলবে। যদি মানুষ উপকার
  • পেয়ে থাকে, তাহলে প্রশংসা করাই
  • উচিত। বিজেপির সর্বভারতীয়
  • সহসভাপতি দিলীপ বলেন, পুরস্কার
  • পেয়েছে আমরা জানি। এরপর রাজ্য
  • সরকার হয়তো একশো দিনের
  • কাজের প্রকল্পের টাকাও পেয়ে যাবে।
  • কারণ, সব থেকে বেশি খরচ ও
  • দুর্নীতি এখানেই হয়েছে। এটাই
  • নেতার আরও সংযোজন, সব রাজ্য সরকারের
  • সরকার এবং কেন্দ্রীয় সরকার বহু
  • প্রকল্প চালু করেছে মানুষের কাছে
  • পৌঁছনোর
  • কতজন
  • সুযোগ-সুবিধে পেয়েছে তার
  • বিস্তারিত মূল্যায়ন হওয়া জরুরি।
  • স্কূলে পরীক্ষা চলাকালীন দূয়ারে সরকার চলছে, এই অভিযোগ উঠেছে রাজ্যের নানা
  • প্রান্তে। যার বিরুদ্ধে আওয়াজ
  • তুলেছে বিরোধীরা। এমনকী দুয়ারে
  • সরকার প্রকল্প বাস্তবায়ন হলেও
  • প্রকল্পের সুবিধা সঠিকভাবে সাধারণ
  • মানুষ পাচ্ছেন না, এই অভিযোগও
  • উঠেছে বিরোধী শিবিরের তরফে।
  • উঠেছে অব্যবস্থার অভিযোগ।
  • সেখানে দাঁড়িয়ে এই প্রকল্পে
  • একেবারে কেন্দ্রের স্বীকৃতি,
  • রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ
  • বলে মনে করা হচ্ছে। অন্যদিকে
  • আবার একশো দিনের প্রকল্পের টাকা
  • বণ্টন থেকে শুরু করে নানা ক্ষেত্রে
  • কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার
  • অভিযোগে সরব হয়েছে রাজ্য
  • সরকার। যা নিয়ে বিজেপি নেতাদের
  • সঙ্গে ঘাসফুল শিবিরের নেতাদের
  • ঠান্ডা যুদ্ধ লেগেই রয়েছে। এই
  • প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুয়ারে সরকারের
  • কেন্দ্রীয় সরকারের তরফে প্ল্যাটিনাম
  • পুরস্কার প্রাপ্তিতে বঙ্গ বিজেপি
  • নেতাদের অস্বস্তি বাড়বে বলে মনে
  • করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ
  • মহলের একটা বড় অংশ।

মন্তব্যসমূহ